রাজাপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে খাদ্য বিভাগের অভিযোগ দায়ের
রিয়া আক্তার রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির দশ টাকা মূল্যের চাল গ্রহনের কার্ড বিতরণের অনিয়মে থানায় অভিযোগ ধায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা খাদ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন ইউপি সদস্য মো. তৌহিদুল ইসলাম তহিদের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।
মো. তৌহিদুল ইসলাম তহিদ উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য ও মনোহরপুর গ্রামের মৌলভী আব্দুর রহিমের ছেলে।
অভিযোগ সূত্রে জানাগেছে, গত ৭ এপ্রিল খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির দশ টাকা মূল্যের চাল গ্রহনের একটি কার্ড দিয়ে শামীমা সুলতানা অবৈধভাবে চাল উত্তোলন করেন। ঐ কার্ডটির প্রকৃত মালিক এক রিক্সা চালক লতিফ মৃধার। ঘটনাটি জানাজানি হলে ভ্রাম্যমাণ আদালত শামীমার বাড়িতে উপস্থিত হয়। শামীমাকে জিজ্ঞাসা করলে সে জানায় স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম তহিদ তাকে কার্ডটি দিয়ে অবৈধভাবে চাল গ্রহনের সহায়তা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদাতলের বিচারক মো. মোক্তার হোসেন শামীমাকে পাঁচশত টাকা জরিমানা করে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার নির্দেশ দেয় খাদ্য বিভাগকে।
অভিযুক্ত মো. তৌহিদুল ইসলাম তহিদ জানায়, নির্বাচনে একটি প্রতিপক্ষ ভোটে হেরে যাবে বলে পিছনে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগের বিষটি দুদকে তদন্তের আওতা ভুক্ত বিধায় অভিযোগের কপি বরিশাল দুদক উপ-পরিচালক বরাবর প্রেরন করা হয়েছে।
Leave a Reply