রাজাপুরে গালুয়ায় দোকানে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার। ঝালকাঠির রাজাপুরে মো. অন্তু মাতুব্বর (১৭) নামে এক কিশোর শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের শাহামিয়ার হাট এলাকায় নিহতের শয়ন কক্ষ থেকে উদ্ধার করা হয়। অন্তু ঢাকা নারায়নগঞ্জের ফতুল্লার মো. শুক্কুর মাতুব্বরের ছেলে ও উপজেলার শাহামিয়ার হাট এলাকার শরীফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের শ্রমিক।
স্থানীয় গ্রাম পুলিশ মো. সোহারাপ হোসেনসহ লিয়াকত, আনোয়ার, রাসেল জানায়, ৬/৭ মাস পূর্বে অন্তু ঢাকা থেকে আসে এবং স্থানীয় সুমন শরীফের ওয়ার্কসপে কাজ শুরু করে। ঘটনার দিন শনিবার রাত আনুমান ৯টার দিকে ওয়ার্কসপের মালিক সুমন শরীফ অন্তুকে ফোনে না পেয়ে খুঁজতে খুঁজতে তার শয়ন কক্ষে যায়। এ সময় অন্তুকে ঘরের মাটামে সাথে বিছানার চাদর জড়িয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে ডাকচিৎকার দেয় সুমন। স্থানীয়রা ছুটে এসে ঘটনা দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রাজাপুর অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করে রবিবার সকালে ময়না তদন্তে লাশ ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।