ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ১৭ বছর বয়সী এক কিশোরী। মঙ্গলবার বিকালে উপজেলার সাংগর গ্রামে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী মো. মোক্তার হোসেন ঘটনা স্থলে গিয়ে বিয়ে বন্ধ করে।
জানাগেছে, গত শুক্রবার ভোলার বেতোরিয়া থেকে অপ্রাপ্তবয়স্ক এই মেয়েকে জোড় করে তুলে নিয়ে আসে নাইমুল। এরপর রাজাপুর উপজেলার বিভিন্ন স্থানে মেয়েটিকে লুকিয়ে রেখে তাকে বিয়ে করতে চাপ প্রয়োগ করে। মঙ্গলবার উপজেলার সাংগর গ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে উপজেলা প্রশাসন মো. নাইমুল হাওলাদারকে আটক করেন। পরে রাতে ভ্রাম্যমাণ আদালত নাইমুলকে বিশ হাজার টাকা জরিমানা করেন। নাইমুল উপজেলা সদর ইউনিয়নের আলগী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।