রাজাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ডোবার পনিতে ডুবে দেড় বছরের মো. আহাদ ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর সাংগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আহাদ ইসলাম ঐ এলাকার মো. বাবুল হোসেনের ছেলে।
জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে আহাদ নিজ ঘরের পাশে খেলা করছিল। হঠাৎ আহাদ নিখোঁজ হয়। পরে খোঁজাখুজি করে বাড়ির পাশে ডোবায় আহাদকে ভাসতে দেখে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।