রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে মাহফিলে এসে বন্ধুর ছুরিকাঘাতে মো. রাহাত সিকদার (১৭) নামে এক স্কুল ছাত্র গুরুত্বর আহত হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে উপজেলার গালুয়া হযরত পীর সাহেব হুজুরের বাড়ি জামিয়া ইসলামিয়া মাহতাবুল উলূম কওমি মাদ্রাসায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে এসে এ ঘটনা ঘটে। রাহাত সিকদার উপজেলার নিজ গালুয়ার মো. ইউনুচ সিকদারের ছেলে ও রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের (কারিগরি শাখার) ১০ম শ্রেনীর ছাত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে ঘাতক বন্ধু পলাতক রয়েছে।
জানাগেছে, রাহাত ঘটনার দিন শনিবার রাতে বন্ধুদের সাথে মাহফিলে আসে। এ সময় উপজেলার ছোট গালুয়া এলাকার মজনুর ছেলে তপু রাহাতকে মাহফিল থেকে পাশের স্থানীয় ফরিদের ‘স’ মিলের সামনে ডেকে নেয়। ঐ জায়গায় রাহাতের ঘাতক বন্ধু গালুয়া দূর্গাপুর এলাকার জাহাঙ্গির খানের ছেলে সাজ্জাদ খান তার হাতে থাকা ছুরি দিয়ে রাহাতের পায়ে হাটুর উপর উরুতে আঘাত করে। এতে রাহাত গুরুত্বর জখম হলে প্রচুর রক্তক্ষরণ হয়। আহত অবস্থায় রাহাতকে তার অন্য সহপাঠিরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আহত রাহাত সিকদার জানায়, স্থানীয় এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। সেই মেয়েকে সাজ্জাতও পছন্দ করতো, এ নিয়ে রাহাত ও সাজ্জাতের মধ্যে প্রায়ই জামেলা হতো। সাজ্জাত প্রেমে ব্যার্থ হয়েই এ ঘটনা ঘটিয়ে বলে রাহাত দাবী করেন।
রাজাপুর থানা ওসি (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।