রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, সহকারি পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া) সার্কেল মো. মাসুদ রানা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সহকারী কমিশনার (ভূমি) অনুজা মÐল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. এ এইচ এম খায়রুল আলম সরফরাজ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো, নুরুল ইসলাম খলিফা, ৩০নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খানম প্রমূখ।
এদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগেও শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করেন। সকালে দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মাইকে বঙ্গবন্ধুর ভাষণ ও দেশত্ববোধক গান পরিবেশন, পবিত্র কোরআন খতম করেন। বিকাল ৩টার উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা, দোয়া ও তাবারক বিতরণের আয়োজন রয়েছে।