রিয়া আক্তার রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল করিম বাবুল মৃধাকে গুলি করার ৪ঘন্টা পরে অভিযুক্ত প্রভাষক মোঃ মাহফুজুর রহমানকে পুলিশ আটক করেছে। রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার কানুদাসকাঠি থেকে আটক করা হয়। তবে স্বজনদের দাবী মাহফুজুর রহমান থানায় মামলা করতে এসে আটক হয়েছেন। অভিযুক্ত মো. মাহফুজুর রহমান উপজেলা সদরের মৃত মমতাজ উদ্দীন আহম্মেদের ছেলে ও আলহাজ¦ লালমোন হামিদ মহিলা কলেজের বাংলা প্রভাষক।
উল্লেখ্য রবিবার সকাল ১১টার দিকে উপজেলার মেডিকেলমোড় সংলগ্ন পাথর বাড়িতে সীমানা নিয়ে বাবুল মৃধার সাথে মাহফুজুর রহমানের শ্বশুর মরহুম মোহাম্মদ শাহ আলম জম্মাদারের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রবিবার সকালে মাহফুজুর রহমান শ্রমিক দিয়ে ঐ সীমানায় প্রাচীর নির্মানের কাজ শুরু করে। বাবুল মৃধা ঘটনা স্থলে গিয়ে নির্মাণ কাজে বাধা দিলে মাহফুজুর রহমান তার শ্বশুরের ভবনের মধ্যে থেকে জানালা দিয়ে বাবুল মৃধাকে লক্ষ করে গুলি করে। এতে বাবুল মৃধার বাম হাতের কব্জি ও বাম পাজর গুরুত্বর জখম হয়। ঘটনার পর থেকে মাহফুজুর রহমান পলাতক ছিল।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত মাহফুজুর রহমানকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।