রাজাপুরে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা
রিয়া আক্তার রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ১৭ বছর বয়সী স্কুল পড়ুয়া নবম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রাবার রাতে ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে মো. রাজু হাওলাদারকে আসামি করে মামলা দায়ের করেন (মামলা নম্বর- ০৬)। রাজু হাওলাদার উপজেলার গালুয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকার মো. হারুন হাওলাদারের ছেলে।
মামলা সূত্রে জানাগেছে, স্কুল ছাত্রী ও রাজু একই বাড়িতে বসবাস করেন। রাজু ঐ ছাত্রীকে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন থেকে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়। এতে ঐ ছাত্রী অন্তঃসত্তা হয়ে পড়ে। ঐ স্কুল ছাত্রী বিষয়টি রাজুকে জানালে রাজু তাকে বিয়ে করতে অস্বীকার করে। বর্তমানে সে ৯ মাসের অন্তঃসত্তা
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, স্কুল ছাত্রীকে উদ্ধার করে তার জবানবন্দি রেকর্ড ও ডাক্তারী পরীক্ষার জন্য আদালতে পাঠানো হয়েছে। আসামি রাজুকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।