রুবেল মিয়া
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে অগ্নি নির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করেন।
বুধবার ১৩ অক্টোবর দুপুর ১ টায় উপজেলা পরিষদ চত্বরে রাজারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে মহড়া অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমের সভাপতিত্বে অফির্সাস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিম,সভাটি সঞ্চালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান কৃষি কর্মকর্তা সম্পা আক্তার, নির্বাচন কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন
সমবায় কর্মকর্তা শাহ আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম ফাতেমা, জেলা পরিষদের সদস্য আব্দুস ছালাম, রাজারহাট সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ এনামুল হক, চাকিরপশার ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ,প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলু ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ সহ সাংবাদিক সূধিজন অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
Leave a Reply