রুবেল মিয়া, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘরিয়ালডাঙ্গা ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় উপজেলা চেয়ারম্যানের পরিদর্শন করেন এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের বন্যা কবলিত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল,১কেজি লবণ,১কেজি ডাল ও ৫০০ গ্রাম তেল, চিড়া ১কেজি ও খেসরি। ভারী বৃষ্টির ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদ সীমার ৭০সেঃমিঃ উপর প্রবাহিত হতে থাকলে চরাঞ্চলের ও নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়ে। তাদের খোজ খবর নিতে বৃহস্পতিবার দুপুরে নৌকায় করে ত্রাণ বিতরণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আশিকুর মন্ডল সাবু,ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান রবিন্দ্রনাথ কর্মকার,রাজারহাট মডেল প্রেসক্লাবের সহ সভাপতি জাকারিয়া খান বিটন সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।