রুবেল মিয়া (রাজারহাট) কুড়িগ্রাম প্রতিনিধিঃ
রাজারহাটে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম এর বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ করেছেন উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এ উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,কুড়িগ্রাম স্থানীয় সরকার উপ-পরিচালক মোছাঃ জিলুফা সুলতানা
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম ফাতেমা,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,পিআইও সজিবুল করিম,সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা,জয়ন্তী রাণী,প্রেসক্লাব রাজারহাটে সভাপতি এস এ বাবলু ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদানের নির্দেশনা প্রদানের জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ও মোছাঃ জিলুফা সুলতানাকে এবং বিশেষ অবদানের জন্য রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হক,নাজিমখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী নয়া এবং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামানিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম-পুলিশদের পুরস্কৃত করা হয়।
Leave a Reply