রুবেল মিয়া (কুড়িগ্রাম) রাজারহাট প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সারাদেশের মতো রাজারহাট উপজেলায় ২৩ হাজার ৯৯০ টি নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মোঃ পনির উদ্দিন আহমেদ এমপি।
রোববার (২০ মার্চ) থেকে ডিলারের মাধ্যমে টিসিবি'র পণ্য বিতরণ কার্যক্রম শুরু করেন।
প্রাথমিকভাবে উপজেলার মোট ২৩ হাজার ৯৯০ জন পরিবারকে টিসিবি পণ্য ক্রয়ের সুবিধা দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবার ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দামে ২ কেজি চিনি, ৬৫ টাকা দামে ২ কেজি মসুর ডাল পাবে।
তথ্য মতে, কার্ডধারীদের দুই কিস্তিতে এই পণ্য দেওয়া হবে। প্রথম কিস্তি ২০ থেকে ৩১ মার্চ এবং দ্বিতীয় কিস্তি পাবে ৩ থেকে ২০ এপ্রিল।
টিসিবি'র পণ্য বিতরণ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম বলেন, প্রাথমিক পর্যায়ে কার্ড ধারীরা টিসিবি পণ্য সংগ্রহের সুযোগ পাবেন। ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সরবরাহে কোনো অনিয়মের সুযোগ নেই। নিম্ন আয়ের মানুষের জন্য সরকার এ ধরনের পদক্ষেপ নিয়েছে এছাড়াও সরকারের মহতী এ কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।