রাজারহাটে পারিবারিক কলহের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত এক নারী।
সোহেল রানা,
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি,
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউপির জয়দেব হায়াৎ গ্রামের মোঃ সাগর ইসলামের স্ত্রী মোছাঃ শুকুরজানের সাথে একই গ্রামের খায়রুল ও মাহাবুর ইসলামের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে মন মানিল্য চলে আসছে। মোছাঃ শুকুরজান বেগম দাবী করে বলেন বিবাদীর বাড়ি সংলগ্ন আমার ১৫শতাংশ জমি রয়েছে। সেই জমিকে কেন্দ্র করে তার সাথে প্রায়শ দ্বন্দ্ব লেগেই থাকে। ঘটনার দিন ১৬মে সকালে ১১.০০ঘটিকায় আমার বড় ভাবির বাড়ি থেকে আসার সময় আমাকে একা পেয়ে খায়রুল ও মাহাবুর ইসলামের হুকুমে ও তার সাঙ্গপাঙ্গ এসে আমাকে লক্ষ্য করিয়া অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে।আমি প্রতিবাদ করলে আমাকে ও আমার স্বামী সাগর কে এলোপাতাড়ি ভাবে মেরে রক্তাত্ব করে পরে স্থানীয় এসে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কম্প্রেক্সে ভর্তি করায়।আমি প্রাথমিক চিকিৎসা নিয়ে যানতে পারি আমার মাথায় ৫টা সেলাই দেওয়া হয়েছে।
খায়রুল ইসলামকে প্রধান আসামী করে ৪জনের নামে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করি।
এবিষয়ে রাজারহাট থানার ডিউটি অফিসার বলেন, শুকুরজান বাদী হয়ে থানায় আভিযোগ দায়ের করেন আভিযোগ সুত্রে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।