রুবেল মিয়া
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে মুজিববর্ষের প্রতিশ্রুতি, বিশ্ব খাদ্য দিবস-২০২১ এর এবারের প্রতিপাদ্য হলো ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ - ভালো উৎপাদনে ভালো পুষ্টি, আর ভালো পরিবেশেই উন্নত জীবন।'
বিশ্ব খাদ্য দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করেন।
শনিবার ১৬ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমের সভাপতিত্বে অফির্সাস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তারা কৃষির উৎপাদন ধান,পিঁয়াজ, রসুন,আঁদা,হলুদ,চাষা বাদের উপর গুরুত্ব আরোপ করেন।
সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম ফাতেমা, উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আক্তার, সমবায় কর্মকর্তা শাহ আলম, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলু, রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহের ধনী, রিপোর্টার ক্লাবের সভাপতি মোঃ আশিকুর ইসলাম লিমন প্রমূখ সহ বিভিন্ন ইউনিয়নের কৃষক সহ সাংবাদিক সূধিজন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।