1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
রাণীশংকৈলে জমি না লেখে দেওয়ার কারণে বৃদ্ধা মাকে পিটিয়ে আহত করেছে ছেলে ও বৌমা - dainikbijoyerbani.com
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
ad

রাণীশংকৈলে জমি না লেখে দেওয়ার কারণে বৃদ্ধা মাকে পিটিয়ে আহত করেছে ছেলে ও বৌমা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩৩৩ Time View

রাণীশংকৈলে জমি না লেখে দেওয়ার কারণে বৃদ্ধা মাকে পিটিয়ে আহত করেছে ছেলে ও বৌমা

ষ্টাপ রিপোর্টার ।।

স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল খানিক আবাদি ও ভিটে বাড়ী জমি নিজের করে নিতে না পেরে বৃদ্ধা মাকে
লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে এক পাষণ্ড ছেলে ও বৌমা । গুরুতর আহত অবস্থায় ওই মা এখন যন্ত্রণায় কাতরাচ্ছেন হাসপাতাল বেডে । ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ী গ্রামে গত সোমবার এ ঘটনাটি ঘটেছে ।

সরেজমিনে গিয়ে জানা যায়, ক্ষুদ্র বাঁশবাড়ী গ্রামের মৃত আজিজুর রহমানের স্ত্রী সালেহা বেগম (৬০) নামের ওই বৃদ্ধা ও তার স্বামী অনেক কষ্টে দিনপার করে কিছু অংশ জায়গা জমি রেখে আজ থেকে প্রায় ২০ বছর আগে মারা যান সালেহার স্বামী । ছেলে মেয়ে বিয়ে দিয়ে যে যার মত করে সংসার চালায় মেয়ে জামাইয়ের সহযোগিতায় ও অন্যের বাড়িতে কাজ কর্ম করে নিজেই সংসার চালান ওই বৃদ্ধা ।

এ বিষয়ে সালেহা বেগম জানান, আমার বড় ছেলে সাজ্জাত ও ছোট ছেলে রবিউল দুজনেই বিয়ে করে অন্যত্র বাড়ি করেছেন। এবং যে যারমত করে চলছে আমাকে দেখার মত কেউ নেই । আমার স্বামীর রেখে যাওয়া খানিক জমি সেটাও আমার হাত থেকে নিয়ে জোর জবর করে আবাদ করে খাচ্ছে । আর আমি এর গরু ওর ছাগল আধি করে অন্যর বাড়িতে কাজ করে খায় । তার পরেও আমার সঙ্গে মাঝে মধ্যে বৌমা ছেলে সহ ঝগড়া করে । এ নিয়ে বেশ কয়েক দিন ধরেই ঝগড়া হচ্ছিল মা-ছেলে এবং বৌমা সহ এমন অবস্থায় গত ৫ এপ্রিল সোমবার কথা কাটাকাটি হলে বড় ছেলে সাজ্জাত , ছোট ছেলে রবিউল ও বৌমা নাদিরা ,মল্লিকা ,শানু ,সবাই একত্রিত হয়ে আমাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে । এতে আমার নাতনি আমাকে আগাতে আসলে তাকেও বিধুর ভাবে মারে ।

থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, সালেহা বেগম বাদি হয়ে ছেলে ও বৌমাদের নামে একটি অভিযোগ দায়ের করেছে আমরা তদন্ত করেছি এবং হাসপাতালে গিয়ে বৃদ্ধার খোঁজ খবর নিয়েছি । খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি