মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (৫ জুলাই) ডোবার পানিতে ডুবে সাব্বির হোসেন নামে দুই বছর বয়সী শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত শিশু উপজেলার উত্তর সন্ধ্যারই গ্রামের সুমন আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়,ঘটনার দিন বিকাল আনুমানিক সাড়ে ৫ টার সময় সুমন আলীর দুই বছরের ছেলে সাব্বীর হোসেন বাড়িতে থাকা অবস্থায় সবার অগোচরে বাড়ির ৫০ গজ দূরে পশ্চিম পাশে ডোবার পানিতে ডুবে যায়। হঠাৎ শিশুটির চাচী দেখতে পেয়ে চিৎকার দিলে সকলে এসে শিশুটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ও আরএমও ডাক্তার ফিরোজ আলম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মৃত্যু হয়েছে।