রাণীশংকৈলে নির্বাচনী প্রচারণা “কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫ জন
মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পৌর নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ১০ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় আ’লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমান নৌকা ও স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম কম্পিউটার সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে আহত হয়েছেন ৫ জন ।
স্থানীয় হাসপাতালে ভর্তি আহতরা হলেন নৌকা সমর্থক বলিদ্বারা উসধারি, গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ফুলমিয়া ৩৮ , কম্পিউটার সমর্থক মৃত জমির উদ্দিনের ছেলে আজারুল ইসলাম ৬৫ ,তার ছেলে বেলাল হোসেন ৩৫, মধ্য ভান্ডারা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মতিউর ৪৫, ও তার স্ত্রী সমিরন বেগম ৩৫, জানা গেছে আজ সন্ধ্যায় ফুলমিয়াসহ সঙ্গীরা পৌরশহরের রংপুরের মার্কেটে আঃ”লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণা করতে গেলে স্বতন্ত্র প্রার্থী রফিউলের সর্মথকরা তাতে বাধা দেয়।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয় । খবর পেয়ে ইউএনও এবং পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ওসি এস এম জাহিদ ইকবাল বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত আছে । তবে আগামীকাল থেকে আমাদের তৎপরতা আরো জোরদার করা হবে । তিনি আরো বলেন নৌকা প্রার্থীর পক্ষ থেকে একটি এজাহার পাওয়া গেছে এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন ।
Leave a Reply