রাণীশংকৈল পৌর নির্বাচনে মেয়র পদে আ”লীগ নৌকা প্রার্থী মোস্তাফিজুর বিজয়ী
মাহাবুব আলম রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি ।।
ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে ১৪ ফেব্রুয়ারি রবিবার পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান (নৌকা প্রতীক) ২৮০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রার্থী হলেন মোকাররম হোসেন (ইস্ত্রি) পেয়েছেন ২৩৭১ ভোট । বর্তমান মেয়র আলমগীর সরকার (ক্যারামবোর্ড) ২৩২১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হলেন হালিমা আক্তার ডলি ১,২,ও ৩ নং ১৮৭৩ ভোট, মনোয়ারা বেগম ৪,৫,৬ নং ১৬৩৫ ভোট, কামরুন্নেসা ৭,৮,৯ নং ওয়ার্ড ১৫৫৫ ভোট । নির্বাচিত পুরুষ কাউন্সিলরা হলেন ১নং ওয়ার্ড নূর আলম ৬৪৭ ভোট,২ নং ওয়ার্ড জুয়েল রানা ১০২৮ ভোট,৩ নং ওয়ার্ড ইসাহাক আলী ৬৭৮ ভোট ,৪ নং ওয়ার্ড মতিউর রহমান ৩৪৮ ভোট, ৫ নং ওয়ার্ড আবু তালেব ৮২৯ ভোট,৬ নং ওয়ার্ড আঃ রাজ্জাক ৩৬৭ ভোট, ৭ নং ওয়ার্ড রুহুল আমিন ৩৯১ ভোট,৮ নং ওয়ার্ড শরিফুল ইসলাম ৭৬২ ভোট,৯ নং ওয়ার্ড মিঠুন রানা ৪৫৯ ভোট ।
প্রসঙ্গত এ পৌর সভায় মোট ভোটার সংখ্যা ১৪৭০২ প্রদত্ত ভোট ১১৭১৬ । মেয়র প্রার্থী ছিলেন ১২ জন ও কাউন্সিলর প্রার্থী মোট ৪৫ জন ।
সম্পূর্ণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ।
Leave a Reply