মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদে (সংরক্ষিত) আসনের ৭,৮,৯ নং ওয়ার্ডে দ্বিতীয় বারের মতো (বক প্রতীক) মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন মোছাঃ আফিয়া বেগম
প্রচার প্রচারণায় ইতোমধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।
মোছাঃ আফিয়া বেগম প্রথম ২০১৬সালে ইউপি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন। এরপর থেকে তিনি টানা দ্বিতীয় সংরক্ষিত আসনে মহিলা মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দ্বিতীয়বারের জন্য আবারো তিনি নির্বাচনে লড়ছেন।
তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগতভাবে এলাকার অসহায়-গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
এবং জুড়ী উপজেলা সংরক্ষিত ১ আসনে সদস্য দায়িত্বে রয়েছেন
অর্জন করেন। জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন।
মোছাঃ আফিয়া বেগম বলেন, দ্বিতীয়বারের মতো যদি আমাকে জনগণ সুযোগ দেয় তাহলে ৭,৮,৯ নং ওয়ার্ডের সকল রাস্তাঘাট নির্মাণ করবো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো। বাল্যবিবাহ ও মাদক নির্মূল করব সর্বোপরি এলাকাকে ডিজিটাল রোল মডেল হিসেবে রূপান্তর করবো এছাড়া এলজিএসপি এর ঢালায় কাজ, ৪০ দিনের কর্মসুচী, কাবিখা এর কাজ,বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী-ভিজিডি-ভিজিএফ-মাতৃত্বকালীন ভাতাসহ নারীদের উন্নয়ন কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
Leave a Reply