মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ
রাত পোহালে বুধবার (২৯ মে) বগুড়ার শিবগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন। বুধবার সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টায় উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট নির্বাচনি সরঞ্জামাদি বুঝিয়ে দেন।প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা নির্বাচনি সরঞ্জামাদি ও আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রে পৌঁছে গেছে। শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা সহ মোট ভোট কেন্দ্র ১১৪টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোট গ্রহণ হবে। এ উপজেলার ৩ লক্ষ ৩০ হাজার ৯৫ জন ভোটার রয়েছে। ভোটগ্রহণের জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট নির্বাচন অফিস ভোট গ্রহণের সকল প্রস্তুতি গ্রহণে করেছেন। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ১৩ জন, ১২টি মোবাইল টিম ও ট্রাইকিং ফোর্স ৩ বিজিবি- ৩ প্লাটুন ভোটারদের ও ভোটকেন্দ্রের নিরাপত্তার জোরদার করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, উপজেলা পরিষদ নির্বাচন যে কোন মূল্যে সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে। তবে নিরাপত্তা জোরদার করতে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ১৩ জন, ১২টি মোবাইল টিম ও ট্রাইকিং ফোর্স ৩ বিজিবি- ৩ প্লাটুন মাঠে কাজ করছে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মোটরসাইকেল মার্কা প্রতীক নিয়ে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু ও আনারস প্রতীক নিয়ে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল্লাহেল শাফি তালুকদার, আব্দুল বাকী মাইক মার্কা ,গনেশ প্রসাদ কানু টিয়া পাখি মার্কা প্রতীক, শাহনেওয়াজ বিপুল তালা মার্কা,এম আর আরিফ প্রাং চশমা মার্কা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ফাহিমা আক্তার, কলসি মার্কা প্রতীক নিয়ে জান্নাতি আক্তার টুম্পা, ফুটবল মার্কা প্রতীক নিয়ে ববিতা ফেরদৌসি, পদ্মফুল মার্কার শাহানা খাতুন, প্রজাপতি মার্কার তানজিলা আক্তার পপি এবং রুলি বিবি হাঁস মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সকল ভোটারদের মাঝে চাপা টান টান উত্তেজনা বিরাজ করছে। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দিবে বলে আশ্বাস প্রদান করেছে প্রশাসন।