মোংলা প্রতিনিধি
আজ রাত ১২টা ১ মিনিটে মোংলা বন্দরসহ সারাদেশে শুরু হবে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে দেশের প্রায় ২০ হাজার নৌযানের ২ লক্ষাধিক শ্রমিক এ কর্মবিরতি পালন করবেন। আর এতে কার্যত বন্ধ হয়ে যাবে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী বানিজ্যিক জাহাজের পণ্য পরিবহণের কাজ। সেই সাথে সারাদেশে নৌযান পরিবহণও স্থগিত হয়ে যাবে। যার প্রভাব প্রড়বে দেশের আমদানী-রপ্তানী বাণিজ্যসহ নিত্যপণ্যের বাজারেও। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহআলম জানান, মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবীতে গত বছরখানেক সময় ধরে সরকারসহ মালিকপক্ষের সাথে দফায় দফায় লেখালেখি, দাবী উত্থাপন ও আন্দোলনের কর্মসূচীর মত বহু পদক্ষেপ গেছে। সর্বশেষ শুক্রবার সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। ১০দফার মধ্যে বৈঠকে অন্তত মজুরী বৃদ্ধির ঘোষণার দাবী জানানো হলেও সরকার মালিকপক্ষ তা মেনে নেননি, বরং এক মাসের সময় চান। কিন্ত একমাসের সময় দেয়ার বিষয়ে শ্রমিকেরা একমত হননি। ফলে আজ রাত ১২টা ১মিনিট থেকে সারাদেশে কর্মবিরতি পালন শুরু করবেন নৌযান শ্রমিকেরা।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মোঃ মাইনুল হোসেন মিন্টু বলেন, ১০ দফা দাবী আদায়ের লক্ষে গত ১৯ নভেম্বর মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে সরকার এবং মালিকপক্ষকে আল্টিমেটাম দেয়া হয়েছিলো। কিন্তু সরকার ও মালিকপক্ষ আমাদের দাবী বাস্তবায়ন না করায় আমরা আজ মধ্যরাত থেকে মোংলা বন্দরসহ সারাদেশে লাগাতার কর্মবিরতি পালন শুরু করবো।
Leave a Reply