1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের শীতার্তেদর মাঝে কম্বল বিতরণ - dainikbijoyerbani.com
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
ad

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের শীতার্তেদর মাঝে কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

বায়জিদ হোসেন, মোংলাঃ

মোংলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী (প্রাঃ) লিঃ (বিআইএফপিসিএল)। বিআইএফপিসিএল’র
মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’র আওতায় শনিবার সকাল ১০টায় বন্দর শিল্প এলাকার দিগরাজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩শ ৭৫ টি পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বিআইএফপিসিএল’র উপ-প্রকল্প পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইএফপিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী আবসার উদ্দীন আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিআইএফপিসিএল’র মহা ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) সিদ্ধার্থ মন্ডল, ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) জি,এম তারিকুল ইসলাম ও বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) জি,এম তারিকুল ইসলাম বলেন, চলতি শীত মৌসুমে তাপ বিদ্যুৎ কেন্দ্রের চারপাশের ১৩ টি ইউনিয়নের ৬ হাজার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত ৩ জানুয়ারী থেকে শুরু করে সপ্তাহব্যাপী বাগেরহাটের রামপালের ১০টি, খুলনার দাকোপের ২টি ও মোংলার ১টি ইউনিয়নের মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এর আগেও এ এলাকায় ১৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া সুপেয় পানির ব্যবস্থা ও শিক্ষা সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যদিয়ে স্থানীয়দেরকে নানাভাবে সেবা দেয়া হচ্ছে। এ তাপ বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যাওয়ার পর লভ্যাংশের ৩ শতাংশ (শতকরা ৩ ভাগ) অর্থ স্থানীয়দের উন্নয়নে ব্যয়ের কথা থাকলেও উৎপাদনের যাওয়ার অনেক আগে থেকে আমরা তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ প্রকল্পের আশপাশের মানুষের জীবনমানউন্নয়নে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি