রামপুরা কুঞ্জবনে স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতনের শিকার
স্টাফ রিপোর্টার : রামপুরায় ইতালি প্রবাসী নুরুলদীন খানের ছেলে সাইফুদ্দিন খান কর্তৃক স্ত্রী মাহফুজ খানমকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, শ্রীনগর উপজেলার সমসেরপুর গ্রামের সাইফুদ্দিন খান এর সাথে পারিবারিকভাবে বিবাহ হয়। একই গ্রামের বছির খানের ছোট মেয়ে মাহফুজ খানম এর সাথে, বিবাহের ১৫ দিন পরে তার স্বামী ইতালি চলে যায়, সেখানে গিয়ে মাঝে মধ্যে স্ত্রীর সাথে যোগাযোগ করলে ও তার কোন ভরনপোষণ এর কোন টাকা পয়সা দেইনি বিগত ৪ মাস আগে দেশের এসে স্ত্রী কে প্রতিনিয়ত যৌতুকের জন্য মারধর শুরু করেন । তাঁর সাথে ভালো কোন আচরণ করেননি ঘটনার তিনদিন আগে তার স্ত্রীর ফুফাতো বোনের বাসায় থাকেন তার বাবা বেচে নেই স্বামী খোঁজ খবর নেননা বিদায় সেখানে থাকেন। ঘটনার দিন সকালে আনুমানিক ৯ ঘটিকায় তার স্বামী তার বোনের বাসায় আসেন এবং পূনরায় ইতালিতে যাওয়ার জন্য মাহফুজা খানমের ভাইয়ের কাছে পাচ লাখ টাকা যৌতুকের দাবি করেন। এনিয়ে বাকবিতান্ডের জেরে তার স্বামী লোহার পাইপ দ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন তার আঘাতে তার স্ত্রী মাজফুজা খানম ফ্লোরে লুটিয়ে পড়েন পরবর্তীতে তার বাসার বোন ও অন্যঅন্য লোকজন মিলে চিকিসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে যান। ঘটনার বিষয় জানতে তার স্বামী সাইফুউদ্দিন খান এর মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। এ বিষয় রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হয়। তিনি বলেন, এ বিষায়ে মৌখিকভাবে জানতে পেরেছি লিখিত কোন অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্থা নেয়া হবে। এরিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলার খবর পাওয়া যায়নি।
Leave a Reply