রায়পুরাতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান :-
নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নে অবস্থিত পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মুসা এবং সিনিয়র শিক্ষক তোফাজ্জল হোসেনের পরিচালনায় বিদায়ানুষ্ঠানে বক্তব্য রাখেন- চর আড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুবুর রহমান, নরসিংদী জেলা নাসিব এর প্রেসিডেন্ট কে,এম রুস্তম আলী, গ্রামীন ব্যাংক কর্মকর্তা এ,এম শারফিন শাহ্, এম এ কুদ্দুস রাসেল, চর আড়ালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব সরকার,সাধারণ সম্পাদক এম এ ফকির কাউছার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান নাহিদ, সহ-সভাপতি হৃদয় সরকার, রনি মেম্বার,মাজুসহ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা প্রমুখ।
এসময় উপস্থিত বক্তব্যরা বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল দেশের স্কুল কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।
বক্তব্য শেষে গতবছর এ প্লাস পাওয়া ছাত্রছাত্রীদের মাঝে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডা: মো: রফিকুল হক এর পক্ষ হতে নগদ অর্থ বিতারণ করা হয়। এবং পর বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।