আশরাফুল ইসলাম সবুজ জেলা প্রতিনিধি,নরসিংদী :-
নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের নামাপাড়া গ্রামের এক মাদকব্যবসায়ী। মদ মাদকব্যবসায়ী আসামী হলেন মৃত হাসেম মিয়ার ছেলে রহিছ মিয়া(৪৪) রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের নামাপাড়া গ্রামের বাসিন্দা। গ্রেফতারী পরোয়ানাটি নিশ্চিত করেন রায়পুরা থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃআজিজুর রহমান। এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ই জুলাই )দুপুর ১২:১৫ঘটিকায় অলিপুরা ইউনিয়নের নামাপাড়া গ্রামে মাদকব্যবসায়ী আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সঙ্গী ফোর্সের সহযোগীতায় কৌশল লুকানো রায়পুরা থানাধীন বাহেরচর হইতে হাসিমপুর বাজার যাওয়ার পাকা রাস্তার ব্রীজের পূর্বপাশে মদ মাদকব্যবসায়ী আসামীকে গ্রেফতার করেছেন রায়পুরা থানা পুলিশ। তাছাড়া রায়পুরা থানার পুলিশ উপপরিদর্শক আরিফ রব্বানী জানান,গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদকব্যবসায়ী। আসামী বিশিষ্ট মদ মাদকব্যবসায়ী হিসাবে এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে।মদ মাদকব্যবসায়ী নিয়মিত বিভিন্ন জেলা থেকে এ ধরনের মদ মাদক এনে রায়পুরা উপজেলায় নিয়মিত বিক্রি করে। আসামীর বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১)সারণির ২৪(খ) মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে দেশীয় তৈরি চোলাই মদ রাখার অপরাধ। উদ্ধার( ৪২) লিটার চোলাই। এ বিষয়ে রায়পুরা থানায় মদ মাদকব্যবসায়ী আসামীকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়।