আশরাফুল ইসলাম সবুজ
নরসিংদী জেলা প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুন) বিকেলে উপজেলার মির্জানগর ইউনিয়নে বাঙালি নগর বালুর মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এ সময় রায়পুরার কথা গ্রুপের এ্যাডমিন রাসকিন আহমেদ জুয়েলের পরিচালনায় খেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, রায়পুরা থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান, মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির উদ্দিন সরকার রিপন, রায়পুরা পৌরসভার প্যানেল মেয়র নাহিদ মোল্লা, রায়পুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক সরকার, রায়পুরা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সন্তোষ কুমার সূত্রধর, মির্জানগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোমেন মিয়া, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য সার্জেন্ট অবঃ শাহজাহান মিয়া, ইউপি সদস্য রিপা আক্তার, পারুল আক্তার প্রমুখ।
আয়োজকরা জানান, ২৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ রায়পুরায় ২৫টি দল নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলা সম্পূর্ণ নক-আউট পদ্ধতিতে পরিচালিত হবে। প্রথম খেলায় রায়পুরা পৌরসভা বনাম মির্জানগর একাদশ অংশগ্রহণ করে। পরে নির্ধারিত সময় শেষে কোন পক্ষই গোল করতে না পারায় খেলা গরায় ট্রাইবেকারে। পরে মির্জানগর একাদশ ৪-২ গোলে রায়পুরা পৌরসভাকে পরাজিত করে।
Leave a Reply