জিহাদ হোসেন রাহাত,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুর চর মোহনা ইউপির চর মোহড়া গ্রামের ফিসহ্যাচারী গেইট সংলগ্ন কৌরশ বাড়ির ফারুক হোসেনের (৩২) বসতঘরে হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (১৫ই মার্চ) রায়পুর থানায় ৭জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫-৩০ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ই মার্চ) স্থানীয় আওয়ামী লীগ নেতা মিল্লাত হোসেন মিঝির নেতৃত্বে রবিন হোসেন মোল্লা, আমিরুন নেছা পারুল, আমিন মোল্লা, তামিম হোসেন, বাবুল মুন্সি, আমির ফয়সালসহ প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি বাহিনী সন্ত্রাসী কায়দায় হামলা, ভাঙচুর ও লুটপাট কার্যক্রম চালায়।
হামলা, ভাঙচুর ও লুটপাটের শিকার হয়ে অভিযোগ দায়ের করা ফারুক বলেন, বৃহস্পতিবার সকালে আমার বসত ঘরে হামলা চালায় প্রায় ৩০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ। আমার প্রায় ১লক্ষ টাকার দুটি পানির মেশিন, ঘরে থাকা ফার্নিচার, ২টি মোবাইল ফোন,ঘরের টিনসহ যাবতীয় জিনিসপত্র নিয়ে যায় তারা। আমার চালিত ভ্যানগাড়িটি তারা পাশের পুকুরে ফেলে দিয়েছে। এতে আমার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। আমার বাবা, স্ত্রী-সন্তান মারধরের শিকার হয়েছে।
ফারুকের বাবা হাসানের জামান (৬৫) বলেন, আমরা নিঃস্ব হয়ে গেছি। ঘরের টিনসহ যাবতীয় সামগ্রী নিয়ে গেছে। ত্রিশ বছর আগে আমরা এই সম্পত্তি ক্রয় করি। তারা দীর্ঘ ১ বছর যাবত আমাদের হুমকি-ধমকি দিয়ে আসলেও এবার সরাসরি হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।
জানা যায়, স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এ হামলা, ভাঙচুর ও লুটপাট কার্যক্রম চালায় অভিযুক্তরা।
অভিযোগের বিষয়ে রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ইরফান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।