মোঃ জাহিদ হোসেন
রায়পুর প্রতিনিধি
লক্ষীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ স্যারের নির্দেশনায় আজ ১৮ নভেম্বর, ২০২১ তারিখে রায়পুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আচরণবিধি প্রতিপালনে ৩নং চর মোহনা ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রায়পুর জনাব রাসেল ইকবাল কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৬ মেম্বার প্রার্থীকে সর্বমোট ৫৫,০০০/- টাকা জরিমানা আরোপপূর্বক আদায় করা হয়। এছাড়াও ৯ জন মোটরসাইকেল আরোহীকে সড়ক পরিবহণ আইনে পৃথক মামলায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রায়পুর জনাব অঞ্জন দাশ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রায়পুর জনাব রাসেল ইকবাল কর্তৃক ১৪,০০০ টাকা অর্থদণ্ড প্রদানসহ মোট ১৫ টি মামলায় সর্বমোট ৬৯,০০০ টাকা প্রদান করে আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব অঞ্জন দাশ বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার নিমিত্তে আচরণ বিধি ও সংশ্লিষ্ট অন্যান্য আইনের উপর নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।