জিহাদ হোসেন রাহাত,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে নিয়ম করে সপ্তাহে দুদিন হাসপাতালে চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ই মার্চ) রায়পুর পৌর শহরের বেশ কয়েকটি হাসপাতালে এমন চুরির খবর পাওয়া গেছে।
জানা যায়, সপ্তাহের সোমবার ও শুক্রবার নিয়ম করে হাজির হয় নারীদের একক ও সঙ্ঘবদ্ধ চোর চক্র। রোগী ও স্বজনদের অগোচরে হাতিয়ে নেয় নগদ অর্থ, স্বর্ণালংকার, জিনিসপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী।
সিসিটিভি ফুটেজ দেখেও শনাক্ত করা যাচ্ছে না চোরদের সঙ্ঘবদ্ধ এই চক্রকে। সপ্তাহে নিয়ম করে দুদিন নারী চোরদের এমন কর্মকাণ্ড নিয়ে হতবাক রায়পুর বেসরকারি হাসপাতাল মালিক সমিতি, রোগী ও রোগীর স্বজনরা।
মালিক সমিতি জানায়, এই চোর চক্র মহিলাদের সোমবার ও শুক্রবার টার্গেট করে। তবে চুরির সময় টের পান না ভুক্তভোগীরা।
চুরির বিষয়ে রায়পুর মাতৃছায়া হাসপাতালের (প্রা.) উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান চৌধুরী তুহিন বলেন, সপ্তাহের সোমবার ও শুক্রবার রায়পুরের হাসপাতালগুলোয় ঢাকা থেকে বিশেষজ্ঞ ডাক্তারগণ আসেন। এদুদিন ভীড় বেশি থাকার সুযোগকে কাজে লাগায় চোর চক্র। ক্লু লেস এমন চুরির ঘটনায় রোগী,স্বজনসহ সংশ্লিষ্ট সব পক্ষ অতিষ্ঠ। সিসিটিভি ফুটেজ চেক করে আমরা চুরির বিষয়টি শনাক্ত করতে পারলেও একেক দিন একেক রকম বোরকা পরে আসায় চোর শনাক্ত করতে পারছি না।
রায়পুর জনসেবা জেনারেল হাসপাতালের (প্রা) ব্যবস্থাপনা পরিচালক এজাজ আহম্মেদ রোমান বলেন, চুরি সোম ও শুক্রবার হয়। বোরকা পরা থাকায় কাউকে শনাক্ত করা যাচ্ছে না। আমরা চাই রোগী ও স্বজনরা সচেতন হোক। আমরাও চেষ্টা চালাচ্ছি।