মোঃ জাহিদ হোসেন ইমরান
রায়পুর উপজেলা প্রতিনিধি
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর প্রতিরোধকল্পে সরকারের সিদ্ধান্ত মোতাবেক সমগ্র দেশে কঠোর লকডাউন পালিত হচ্ছে ১৪ দিনের লকডাউনের ৯ম দিনে লকডাউনের বিধিনিষেধ অমান্য করলেই হচ্ছে মামলা ও জরিমানা ।
কোভিড-১৯ মোকাবেলায় সরকার ঘোষিত বিধি-নিষেধ পালন নিশ্চিতকরণে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আনোয়ার হোছাইন আকন্দ স্যারের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরীন চৌধুরী আজ পৌরশহর এবং বিভিন্ন ইউনিয়নের চেকপোস্ট পয়েন্টগুলো পরিদর্শন করা হয়। পাশাপাশি পৌরশহর এবং ইউনিয়নভিত্তিক বিভিন্ন বাজারে পীর ফয়জুল্লাহ রোড, মীরগঞ্জ বাজার, ভুইয়ার হাট বাজার, চরপাতার গাজীনগর বাজারসহ বিভিন্ন রাস্তায়, রাস্তার মোড়ে মোড়ে বসানো ছোট-খাটো চায়ের দোকানঘর এ অভিযান পরিচালনা করা হয়। সহযোগিতায় ছিলেন সেনাবাহিনী এবং পুলিশ সদস্য।
এ সময় লকডাউনের শর্ত ভঙ্গ করায় ০৬টি পৃথক পৃথক মামলায় মোট ৮,৬৫০/-টাকা জরিমানা করা হয়।
রাস্তায় চলার পথে নজরে আসা অসহায় ব্যক্তির হাতে লকডাউনে ঘরে ফিরে যেতে অনুরোধ করে তার হাতে তুলে দেয়া হয় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।