মোঃ জাহিদ হোসেন ইমরান
রায়পুর উপজেলা প্রতিনিধি
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর প্রতিরোধ কল্পে সরকারের সিদ্ধান্ত মোতাবেক সমগ্র দেশে কঠোর লকডাউন পালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় রায়পুর উপজেলায় পালিত হচ্ছে কঠোর লকডাউন।
লকডাউন অমান্য করায় জরিমানা গুনতে হয়েছে ব্যবসায়ী ও জনসাধারণকে।
আজ ০১/০৭/২০২১ তারিখ লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ স্যারের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরীন চৌধুরী সকাল হতে পৌরশহর, বিভিন্ন ইউনিয়নের কয়েকটি বাজার, মেইন সড়কসহ বিভিন্ন সংযোগ সড়কে কোভিড ১৯ প্রতিরোধে সরকারি বিধিনিষেধ প্রতিপালন এবং স্বাস্থ্য বিধির উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহযোগিতায় সাথে ছিলেন সহকারী কমিশনার (ভুমি) এবং অফিসার ইনচার্জ (ওসি), রায়পুর থানা।
এই সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখা, মাস্কবিহীন, লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালনা, অযথা ঘোরাঘুরি করা পথচারীকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ মোতাবেক ১৮ টি মামলায় ৮৬০০/- অর্থদণ্ড প্রদান করা হয়। সকলকে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা প্রদানসহ সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।