মোঃ জাহিদ হোসেন ইমরান
রায়পুর উপজেলা প্রতিনিধি
রায়পুর উপজেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও মাঝারি পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋনের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদের মিলনায়তনে।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুস সাত্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবরীন চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মামুনুর রশিদ চেয়ারম্যান রায়পুর উপজেলা, গিয়াস উদ্দীন রুবেল ভাট মেয়র হাজী ইসমাইল হোসেন খোকন সাধারণ সম্পাদক রায়পুর উপজেলা আওয়ামীলীগ, সাধনা রানী দেবনাথ উপ পরিচালক বিআরডিবি লক্ষ্মীপুর, মো. সৈয়দুজ্জামান মোল্লা চেয়ারম্যান বিআরডিবি রায়পুর, সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, করোনায় মাননীয় প্রধানমন্ত্রী রায়পুর উপজেলার ক্ষুদ্র পল্লী উন্নয়ন উদ্যোক্তাদের ১২ জনের জন্য ১২ লাখ ৫০ হাজার টাকা ঋণ মাত্র ৪% সুদে বিতরণ করার সুযোগ করে দিয়েছেন।