মোঃ জাহিদ হোসেন ইমরান
রায়পুর উপজেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ স্যারের নির্দেশনা মোতাবেক অসহায় পরিবারের দ্বারে দ্বারে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী পৌঁছে দেয়ার প্রত্যয়ে আজকের সফর ছিল রায়পুর উপজেলাধীন ০৮নং ইউনিয়নের “টুনুর চর” এলাকায়।
বেশ কয়েকমাস আগে টুনুর চরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরীন চৌধুরী সেখানকার একটি স্কুল “চরকাছিয়া উপকূলীয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়” এবং বাজার সংলগ্ন ‘মসজিদ’ এর করুণ দশা নজরে আসে। ভাঙ্গা টিন, টিনের ভেতর দিয়ে বৃষ্টির পানির আসা-যাওয়া, স্কুলের ভাঙ্গা টয়লেট, স্কুলে নেই ক্লাস করার মতো পর্যাপ্ত বেঞ্চ, স্কুলের প্রয়োজনীয় কাগজপত্র/দলিল রাখার মতো নেই কোন আসবাবপত্র… সেদিনের সেই পরিদর্শনে মসজিদ কমিটি এবং স্কুলের প্রধানশিক্ষক ও সভাপতিসহ উপস্থিত সকলের চাওয়া ছিল কিছু একটা যেন করে দেয়া হয় তাদের জন্য !
বেশ কয়েকমাস পর আবারো আজ হাজির হয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরীন চৌধুরী তাদের মাঝে, কচিকাঁচা শিশুদের মাঝে ,তাদের তুষ্টি এবং নিষ্পাপ মুখের হাসি দেখতে,খুব অল্পতেই খুশি করা যায় প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকা চরের এই মানুষগুলোকে! ‘চরকাছিয়া উপকূলীয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ এ রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় নির্মাণ করে দেয়া হয়েছে একটি টয়লেট এবং ক্লাস করার মতো ১৬ জোড়া বেঞ্চ, অফিস কক্ষের জন্য টেবিল-চেয়ার এবং একটি আলমারি। পাশাপাশি স্কুল এবং মসজিদের উন্নয়নের জন্য দূর্যোগ ও ত্রাণ অধিদপ্তর কর্তৃক প্রাপ্ত ০৫ বান্ডিল করে টিনসহ নগদ ১৫,০০০/- টাকা প্রদান করা হয়।
পরবর্তীতে সরেজমিনে উপস্থিত থেকে তাৎক্ষনিক বাছাই করা হয় অসহায় ৫০ পরিবার যাদের মাঝে বিতরণ করা হয় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শুকনো খাবার এবং ১০ জন জেলেকে দেয়া হয় নৌকার বয়া। এ সময় উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং করোনা ভাইরাসের বিস্তার রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাথে সফরে সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য, ০৮নং ওয়ার্ডের ইউপি সদস্য, সংশ্লিষ্ট ওয়ার্ডের মহিলা মেম্বার (সাবেক এবং বর্তমান), আনসার সদস্য এবং গ্রাম পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরীন চৌধুরী বলেন ,
জনসেবায় এবং
জনগণের দোরগোড়ায় প্রশাসন!!
Leave a Reply