মোঃ জাহিদ হোসেন ইমরান
রায়পুর উপজেলা প্রতিনিধি
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার কর্তৃক ঘোষিত সাত দিনের লকডাউনের দ্বিতীয় দিনে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার কর্তৃক ঘোষিত সাত দিনের লকডাউনের দ্বিতীয় দিনে সরকারি বিধিনিষেধ অমান্য করলেই হচ্ছে জরিমানা
আজ ০২/০৭/২০২১ তারিখ কোভিড-১৯ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে লকডাউনের ২য় দিনে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আনোয়ার হোছাইন আকন্দ স্যার এর নির্দেশে রায়পুর উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ২ টি দফায় ।
১ম দফায় বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ স্যারের নেতৃত্বে ডিডিএলজি স্যার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যার, উপজেলা নির্বাহী অফিসার, রায়পুর, সহকারী কমিশনার (ভূমি), কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মেয়র, রায়পুর পৌরসভা, অফিসার ইনচার্জ, রায়পুর থানা, সেনাবাহিনী, আনসার ব্যাটালিয়নসহ সকলের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
২য় দফায় উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরীন চৌধুরীর নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) জনাব আখতার জাহান সাথী এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শহীদুল ইসলাম এর উপস্থিতিতে সেনাবাহিনী এবং রায়পুর থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় লকডাউনের শর্ত ভঙ্গ করায় ৪০ টি পৃথক পৃথক মামলায় সর্বমোট ৪২,১০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরীন চৌধুরী ।