মোঃ জাহিদ হোসেন ইমরান
রায়পুর উপজেলা প্রতিনিধি
মান্যবর জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ স্যারের নির্দেশনা ও উদ্যোগ এবং সিভিল সার্জন মহোদয়ের আন্তরিকতায় আবুল খায়ের গ্রুপের সহযোগিতায় ২০ শয্যা বেডের জন্য সেন্ট্রাল অক্সিজেন এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জাইকার অর্থায়নে উপজেলা পরিষদ কর্তৃক গৃহিত প্রকল্পের আওতায় অচিরেই স্থাপিত হতে যাছে আরও ২০শয্যা বেডের জন্য সেন্ট্রাল অক্সিজেন সাপোর্ট। পাশাপাশি মাননীয় সংসদ সদস্য জনাব এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগ এবং অর্থায়নে বিভিন্ন অনুদানের পাশাপাশি সরকারি হাসপাতালে সরবরাহ করা হয়েছে এবং হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। অন্যের মুখে অন্ন তুলে দিতে, করোনায় মৃত ব্যক্তির দাফনকাজ সম্পন্ন করতে, অন্যের জীবন বাঁচাতে বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিতে সরকারের পাশাপাশি পিছিয়ে নেই বিভিন্ন সংগঠন, বেসরকারি বা দলীয়, ব্যক্তিগত বা সম্মিলিত উদ্যোগও। আজ দুইটি সেচ্ছাসেবক টিমের মাঝে উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরীন চৌধুরী তিনটি অক্সিজেন সিলিন্ডার এবং মেশিন বিতরণ করেন ।
সারা দেশের ন্যায় রায়পুর উপজেলায়তেও করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। দিনে দিনে বেড়েই চলছে করোনারোগীর সংখ্যা, পাশাপাশি সরবে অথবা নিরবে বাড়ছে মৃত্যুর হারও। আজও রায়পুরে করোনা পজিটিভের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪। এখনো করোনায় হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে মাঠে নিজ অধিক্ষেত্রে দায়িত্বে থাকা জনপ্রতিনিধি, সরকারি-বেসসরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ।