শামিম আহমদ কবির, দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলায় বীর মুক্তিযোদ্ধা
আব্বাছ আলী(৯০) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পর্ন্ন করা হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) দুপুরে বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে মৃত্যুবরণ করে তিনি ।
পরবর্তীতে বিকেল ৫:৪০ মিনিটে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে তার প্রতি প্রথমে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করেন পুলিশ বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদর্শন করেন। তিনি উপজেলা নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাঁও গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র।
এ সময় নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর। এসময় তাদের সাথে ছিলেন নরসিংপুর ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আঃ হক ও ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা বৃন্দ । তারা আব্বাছ আলীর মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।