মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজার নিবাসী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জনাব বদরুল হোসেন মাস্টার শুক্রবার (০৫.৮.২২) ভোর ৪.২০ ঘটিকায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্নীয়-স্বজন রেখে গেছেন। বিকাল ৫.৩০ ঘটিকায় জুড়ী বড় মসজিদ শাহী ঈদগাহে জানাজার নামাজ শেষে স্থানীয় গোরস্তানে উনার লাশ দাফন করা হয়। এর পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার উপস্থিতিতে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল জাতীয় পতাকায় তাঁর লাশ আচ্ছাদিত করে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে। এছাড়া বিভিন্ন সংগঠন কফিনে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে।
বীরমুক্তিযোদ্ধা জনাব বদরুল হোসেন ১৯৪৮ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ছাত্রাবস্থায় তিনি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। পরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সদস্য থেকে পর্যায়ক্রমে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, শিক্ষা ও মানব সম্পদ গবেষণা বিষয়ক সম্পাদক ও পরবর্তিতে সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি জুড়ী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন এবং ১২ ডিসেম্বর ২০১৯ থেকে আমৃত্যু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সেই সাথে জুড়ী বাস স্ট্যান্ড জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং দীর্ঘদিন জুড়ী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তৈয়বুন্নেছা খানম কলেজের গভর্ণিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply