সৌমেন মন্ডল,রাজশাহী ব্যুরোঃ
আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে ৭নং ওয়ার্ড সাধারণ প্রার্থী হিসেবে মনোনয়ন উত্তোলন করেন মতিউর রহমান মতি। সোমবার (১৫ মে) সকাল ১২ টার দিকে সমর্থকদের সাথে নিয়ে এই মনোনয়ন ফরম উত্তোলন করেন।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে প্রার্থীর সমর্থকরা বলেন, মতি আমাদের আমাদের ওয়ার্ড এর বর্তমান কাউন্সিলর ছোট থেকেই পরউপকারী। আমাদের সকলের দোয়া এবং ওয়ার্ডবাসীর সমর্থন নিয়ে মনোনয়ন ফরম উত্তোলন করতে এসেছি ইনশাআল্লাহ বিজয় এবারও সুনিশ্চিত।সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রার্থী মতি বলেন, আশাকরি এ ওয়ার্ডের উন্নয়নের এবং জনগণের সেবাদানের সুযোগ আমি পেয়েছিলাম এবারও সেই সুযোগ করে দিতে জনগণ তাকে ভোট দেবেন। কারণ এই ওয়ার্ডে উন্নয়ন আমি করতে পেরেছি বাকি যে কাজ নির্বাচিত হলে পর্যায়ক্রমে চলমান থাকবে।
এবারও ওয়ার্ডের উন্নয়ন ও জনগণের সঠিক সেবা দানের সুযোগ করে দিতে তিনি ওয়ার্ডবাসীর নিকট দোয়া ও ভোট প্রার্থনা করেন।ফরম উত্তোলনের সময় অত্র ওয়র্ডের বিভিন্ন স্তরের জনগণসহ উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।