আসিফ জাহান
বিশেষ প্রতিনিধি কুলাউড়া
কুলাউড়া উপজেলার ১২ নং পৃথিমপাশার ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের কুলাউড়া টু রবিরবাজার রোড লংলা আধুনিক ডিগ্রী কলেজের পূর্বে মুদিপুর, সুলতানপুর হতে গণিপুর সংযোগ রাস্তার মানুষের চলাচল হতে অনেক কষ্ট কর হয়ে দাঁড়ায় ময়লা- আর্বজনার দূর গন্ধে।
রাস্তার পাশে অবৈদ ভাবে ডাসবিন স্হাপন করেন স্হানিয়বাসীদা মোঃ আব্দুল জলিল চৌধুরী(শামীম)। স্হানিয় বাসিন্দাদের অভিযোগ রাস্তার পাশে মোঃ আব্দুল জলিল চৌধুরী(শামীম) অবৈদ ভাবে ডাসবিন স্হাপন করেন।
ডাসবিন স্হাপনার কাজ চলাকালিন সময় গ্রামের স্হানিয় মানুষ ইউপি সদস্য মোঃ ফজল আহমেদ (মেম্বার) কে অবগত করেন। অবগত করেন স্হানিয় রহমান মিয়া সহ আর অনেকেই, এ সময় মেম্বার এক জরুরী কাজে মৌলভীবাজারে ছিলেন।
মৌলভীবাজার থেকে মোঃ আব্দুল জলিল চৌধুরী(শামীম) কল দেন মেম্বার কাজ বন্ধ করার জন্য কিন্তু কাজ বন্ধ করেনি শামীম চৌধুরী। পরে মেম্বার ডাসবিন দেখতে যান, পরে দেখেন শামীম চৌধুরীর বাড়ির কিছু জায়গার সীমানা সহ রাস্তার বেশ জায়গা জুড়ে বিশাল আকাড় ডাসবিন তৈরি করেন মোঃ আব্দুল জলিল চৌধুরী(শামীম)।
স্হানিয়বাসীধাদের অভিযোগ আমরা বাড়িতে যাওয়া- আসার সময় ও আমাদের ছেলে- মেয়েদের স্কুল- কলেজে যাওয়া- আসার সময় ডাসবিনের দূর গন্ধের কারণে যাতায়াত করা অনেক কষ্ট কর হয়ে দাঁড়ায়।
ইউপি সদস্য মোঃ ফজল আহমেদ (মেম্বার) কুলাউড়া কে জানান রাস্তার পাশে এত বড় অধৈদ ডাসবিন তৈরি করা শামীম চৌধুরী সঠিক করেন নি। আমি এটির সুষ্ঠু পরিকল্পনায় ব্যবস্হাতা গ্রহণ করবো