রায়পুরাতে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আশরাফুল ইসলাম সবুজ ঃ
নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে রাজুউদ্দিন আহম্মেদ রাজু অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর অন্যতম সদস্য সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু এম পি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসাইন। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ ঈমান উদ্দিন ভূইয়ার সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট ইউনুস আলী ভূইয়া,যুগ্ম সাধারন সম্পাদক রাজিব আহম্মেদ পার্থ,কেন্দ্রীয় আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এডভোকেট আব্দুল মোমেন চৌধূরী,পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মাহবুব আলম শাহীন,পৌর যুবলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল আমিন হোসাইনসহ অনেকে। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাদেক। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।