রায়পুরা ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু
নরসিংদী জেলা প্রতিনিধিঃ
রায়পুরা নরসিংদীর রায়পুরা পৌর এলাকার তাত্তাকান্দায় ভীমরুলের কামড়ে তামিম (৩) নামে এক শিশুর মৃতু হয়েছে। নিহত শিশুটি ওই এলাকার মৃত আলাউদ্দিনে ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে রায়পুরা পৌরসভার ৩নং ওয়ার্ড কমিশনার আরিফুল হক বাবু।
পারিবারিক সূত্র জানায়, গতকাল বুধবার দুপুরে শিশু তামিম বাড়ির পাশে একটি ঝোপের ভেতর খেলা করছিল। ওই সময় গাছে থাকা এক ঝাঁক ভীমরুল শিশুটিকে কামড়ে দেয়। পরে ওই শিশুর চিৎকার শুনে পরিবারের লোকজন গিয়ে উদ্ধার করেন। আহত তামিমকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা শেষে বাড়ি আনার পর বুধবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।