মোঃ জাহিদ হোসেন ইমরান
রায়পুর প্রতিনিধি
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে প্রায় দেড় বছর বন্ধের পর গত ১২ সেপ্টেম্বর সারা দেশের মতোই রায়পুর শতভাগ স্বাস্থবিধি মেনে পাঠদান শুরু করে চরবংশী জয়নালীয়া উচ্চ বিদ্যালয়। সরকারের তরফ থেকে ছিলো শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিতের নির্দেশনা । যার পূরটাই নিশ্চিত করে চরবংশী জয়নালীয়া উচ্চ বিদ্যালয় স্কাউট দল এর সদস্য ও ইউনিট লিডার । শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে চলছে উৎসবের আমেজ। সেই সঙ্গে প্রাণোচ্ছল ফিরে পেয়েছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি বিধিনিষেধ মেনেই রায়পুর উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান শুরু করেছে পাঠ দান। রবিবার সকাল থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সরেজমিনে মনিটরিং করতে দেখা গেছে।সোমবার সকালে রায়পুর উপজেলার ২নং উওর চরবংশী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীরা মুখে মাস্ক পরে স্কুলে প্রবেশ করছে। কয়েকটি স্কুলে গিয়ে দেখা গেছে সামাজিক দুরত্বসহ শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই শ্রেণীকক্ষে উৎসবের মধ্য দিয়ে পাঠদান করছে শিক্ষার্থীরা। শতভাগ স্বাস্থবিধি মেনে সকাল দশ টার মধ্যে শিক্ষার্থীরা উপস্থিত হয় শিক্ষা প্রতিষ্ঠানে । তবে প্রতিষ্ঠানে উপস্থিতির সংখ্যা কিছুটা কম দেখা গেছে । অএ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব হারুন অর রশিদ শতভাগ স্বাস্থবিধি নিশ্চিতে স্কাউদ দল ও ইউনিট লিডার কে ধন্যবাদ জানায় । তাছাড়া স্কুলের প্রত্যেকটি কক্ষে মটরের পানি (পাম্প) দিয়ে
পরিস্কার পরিচ্ছন্ন করা হয় এবং জীবানুনাশক স্প্রে করা হয় । সেই সাথে মাঠের ঘাস কেটে ছোট করা হয়েছে । প্রতি তলায় হ্যাল্ড ওয়াশ , সাবান ও পানি ব্যবস্থা করা হয়েছে হাত ধোয়ার জন্য । তাপমাত্রা পরিক্ষা ও হ্যান্ড স্যানেটাইজারের ব্যবস্থা করা হয় ।