মোঃ জাহিদ হোসেন ইমরান
রায়পুর উপজেলা প্রতিনিধি।
একটি সুখময় স্বপ্নের অবসান। প্রকৃতি কেড়ে নিল ১১টি মহিষকে,অবুঝ এই প্রানীগুলোর মৃত্যুর কারন হলো বজ্রপাত। বাংলাদেশে বর্তমানে প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম বিদ্ব-ধ্বংসী প্রাকৃতিক দুর্যোগে রুপ নিয়েছে বজ্রপাত।
বজ্রপাতে মানুষ নিহতের ঘটনা সচরাচর চোখে পড়লেও এবার ঘটেছে একটি ব্যতিক্রম ঘটনা।
গত ৩০-০৬-২০২১ তারিখ দিবাগত রাতে লক্ষ্মীপুর জেলাধীন রায়পুর উপজেলার অন্তর্গত ৮নং দঃচরবংশী ইউনিয়নে (টুনু চৌধুরীর চর) বজ্রপাতে মহিষের পালের ১১টি মহিষ মারা যায়। মহিষ পালের মালিক দুলাল বহদ্দার শোকের সাগরে নিমজ্জিত।
উপজেলার সংশ্লিষ্ট দপ্তর কর্মকতারা দুলাল বহদ্দারে পাশে দাঁড়াবে এমন আশা প্রকাশ করছেন তার প্রতিবেশীরা।