মোঃ জাহিদ হোসেন ইমরান
রায়পুর উপজেলা প্রতিনিধি
শুভ উদ্বোধন
সুস্থ সংস্কৃতি চর্চার মানসে সংস্কারকৃত (নবরূপে সজ্জিত) গত ১৩/০৭/২০২১ রায়পুর উপজেলার শিল্পকলা একাডেমী “গীতকাব্য” এর শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ স্যার এবং জেলা প্রশাসক মহোদয়ের সহধর্মিণী জনাব তাহরিমা তারিন। উপজেলা পরিষদ এর চেয়ারম্যান জনাব মোঃ মামুনুর রশীদ । উদ্যোগ ও বাস্তবায়নে জনাব সাবরীন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, রায়পুর, লক্ষ্মীপুর।
‘সংস্কৃতি’ জীবনের অবিচ্ছেদ্য অংশ। মানুষের হৃদয়ানুভূতি, চিত্তবৃত্তি, আবেগ -উচ্ছ্বাস ও মানসিক ঝোঁক -প্রবণতার সাথে সংস্কৃতির নিবিড় সম্পর্ক। মানুষের প্রতিদিনের জীবনাচরণ অর্থাৎ চলাফেরা, খাওয়া-দাওয়া, পোশাক-পরিচ্ছদ, উৎসব-আনন্দ, হাসি-কান্না, বিনোদন, পূজা-অর্চনা, প্রার্থনা এই সব কিছুই সংস্কৃতির বসবাস। সুস্থ ধারার সংস্কৃতি চর্চা সমাজকে সত্য, সুন্দর ও আলোর পথ দেখায়। আমাদের সাহিত্য, কাব্য, গীত, নৃত্য, আমাদের আঞ্চলিক গান, চারুকলা, শিল্পকলা, আমাদের পহেলা বৈশাখ, আমাদের জাতীয় দিবস– এইগুলোর মধ্যে আমরা সংস্কৃতিকে লালন করি এবং চর্চা করি। আর সুস্থ ধারার সংস্কৃতকে লালন বা চর্চা করতে চাই সুন্দর পরিবেশ। প্রতিটি জাতীয় দিবসে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা, প্রতিযোগিতা পরিচালনা, ভালো একটি অনুষ্ঠান আয়োজনে শিল্পীদের প্র্যাকটিসের সুযোগ করে দেয়া অথবা সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে সংস্কৃত বিষয়ে শৈল্পিক বিকাশে, সর্বোপরি সংস্কৃতি চর্চ্চাকে জিইয়ে রাখতে প্রয়োজন একটি প্রাতিষ্ঠানিক অবয়ব। জাতীয় দিবস সহ বিভিন্ন অনুষ্ঠানে উপজেলা শিল্পকলার সেই প্রাতিষ্ঠানিক শূন্যতাকে অনুধাবন করেই সংস্কৃতকে লালন বা চর্চার একটি প্রাতিষ্ঠানিক রূপ বা সুন্দর পরিবেশ সৃষ্টির প্রয়াসেই আজকের “গীতকাব্য”।
লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ স্যারের সার্বিক সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাবরীন চৌধুরী এর পরিকল্পনা এবং বাস্তবায়নে পুরাতন জরাজীর্ণ (ব্যবহার অনুপযোগী) শিল্পকলা একাডেমীর নবযাত্রা “গীতকাব্য”।
এসময় আরো উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার সম্মানিত মেয়র (সাবেক এবং বর্তমান), ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পৌর কাউন্সিলরবৃন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সহকারী প্রকৌশলীসহ পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক কর্মীসহ সাংবাদিকবৃন্দ।
Leave a Reply