এইচ এম সালেহ আহমদ: স্টাফ রিপোর্টার
রিয়াদে বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিত্বকারী অন্যতম সংগঠন সিলেট বিভাগ প্রবাসী পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) রিয়াদের একটি রেষ্টুরেন্টে পরিষদের সভাপতি ইব্রাহিম আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ ওলীউর রহমান মানিকের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার ফারুক আল মামুন, সিলেট বিভাগ প্রবাসী পরিষদের প্রধান উপদেষ্টা আবুল খায়ের বাচ্চু, উপদেষ্টা মো. মামুনুর রশীদ, মো. ইরশাদ আলী, আলিম উদ্দিন মাহমুদ ও আব্দুল আজিজ মাশুক, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের প্রিন্সিপাল আফজল হুসেন, বিশিষ্ট কবি সাহিত্যিক ও কলামিষ্ট শাহজাহান চঞ্চল। অনুষ্ঠানে বক্তাগন বলেন, রামাদ্বান আমাদের ত্যাগের শিক্ষা দেয়, মানুষে মানুষে ভেদাভেদ দূর করে। তাই রামাদ্বানের শিক্ষাকে কাজে লাগিয়ে আর্ত মানবতার সেবায় সবাই এগিয়ে আসা উচিত। তারা আরো বলেন- সিলেট বিভাগ প্রবাসী পরিষদ দীর্ঘ ২৬ বছর ধরে বাংলাদেশে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষদের সহযোগীতার হাত বাড়িয়েছে, সাথে সাথে সুবিধা বঞ্চিত মানুষের কল্যানে কাজ করে আসছে।
পরিষদের প্রচার সম্পাদক ক্বারী হাবিবুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মাহে রামাদ্বানের গুরুত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা করেন খেলাফত মজলিশ রিয়াদ মহানগরীর সভাপতি মাওলানা আবুল হুসেন। বিশিষ্ট নাশীদ শিল্পী মাহবুবুর রহমানের নাত পরিবেশনার মাধ্যমে মনমোগ্ধকর অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জালালাবাদ এসোসিয়েশন রিয়াদ শাখার ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হুসেন, সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির, আনজুমানে আল ইসলাহ রিয়াদ সেন্ট্রাল কমিটির সভাপতি মাওলানা বেলাল আহমদ, উপদেষ্ট মাওলানা আব্দুল আহাদ, রিয়াদ বাংলাদেশ থিয়েটার এর সভাপতি মসিই সিরাজ, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক শহিদ মাতব্বর, ঢাকা সমিতির সাধারন সম্পাদক গাজি সাঈদ, কুলাউড়া প্রবাসী পরিষদের সাধারন সম্পাদক ফয়েজ আহমদ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বোর্ড মেম্বার হাসনাত আহমদ সহ রিয়াদে অবস্থানরত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সংবাদিক ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পরিষদের সিনি: সহ সভাপতি সাইদ আলী খাঁন, সহ সভাপতি আব্দুল মালিক জাবের, অর্থ সম্পাদক কামরুল ইসলাম খাঁন, এহসানুল হক লুকু।
অনুষ্ঠানের সমাপ্তিলগ্নে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যান কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা বেলাল আহমদ।