রেঞ্জ ডিআইজি মহোদয়ের পিরোজপুর জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন।
ইং ০১-১০-২০২১ খ্রিঃ তারিখে পিরোজপুর জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জনাব এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ মহোদয়। ডিআইজি মহোদয় আসন্ন শারদীয় দুর্গোৎসব উৎযাপন উপলক্ষে আইনশৃঙ্খলাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। ডিআইজি মহোদয় বলেন বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির প্রকৃষ্ট উদাহরণ। শত শত বছর যাবৎ এ অঞ্চলের সকল ধর্মের অনুসারীরা মিলেমিশে বসবাস করছেন, দেশের উন্নয়নে কাজ করছেন। দুর্গাপূজা উৎসবে আনন্দ করতে কোনো বাধা নেই। তবে বৈশ্বিক মহামারী করোনার বিস্তার প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পূজা উদযাপন করতে সবাইকে অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা, জেলা পূজা উদযাপনে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।