১ সেপ্টেম্বর রোববার কলাপাড়ায় আসছে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
রোববার বিকেল ৩ টায় কলাপাড়া উপজেলার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কলাপাড়া প্রশাসন খেলার মাঠ (কলাপাড়া প্রেসক্লাব সংলগ্ন) নিয়ে আসবেন।
এ সময় দলীয় নেতাকর্মী ও আগত জনতার উদ্দেশ্যে স্বাগতম বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এই প্রথম কলাপড়ায় আসছেন কেন্দ্রীয় বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন। তাই কলাপাড়া বিএনপি'র পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে গণমাধ্যম কর্মীদের জানানো হয়েছে।