রোয়াংছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবানের রোয়াংছড়িতে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদা, ভাব গম্ভির্য্যরে মধ্যে দিয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২১ ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি সূর্যদয়ের সাথে সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ম্যুরাল এর উপজেলা প্রাশসন, উপজেলা পরিষদ, রোয়াংছড়ি থানা, বাংলাদেশ আনসার ভিডিপি, বাংলাদেশ আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা, সরকারি-বেসরকারি সংস্থানসহ পুষ্পস্তবক অর্পণ করেন।
অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে স্বল্প পরিসরে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগীতা অংশগ্রহন করেন।
৫০ বছর আগে এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ বুজিবুর রহমান ঘোষনা করেন বাংলাদেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর ডাকে জীবনপন সশস্ত্র লড়াইয়ে ঝাপিঁয়ে পড়ে বীর বাঙালি মুক্তিকামী মানুষেরা।ঘোরতর ওই অমানিশা ভেদ করেই আজকের এই দিনে আকাশে উদিত হয় স্বাধীনতার চিরভাস্বর সূর্য।
এ সময়ের নেতৃত্ব দেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা, উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান, আথুইমং মারমা, রোয়াংছড়ি থানার ওসি তৌহিদুর কবির ইউপি চেয়ারম্যান, চহ্লামং মারমা, বিশ্বনাথ তঞ্চঙ্গ্যাসহ প্রমুখ।
Leave a Reply