র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) কর্তৃক বরগুনা জেলার বালিয়াতলী এলাকার পায়রা নদীর তীরবর্তী স্থান হতে ২৬ লক্ষ টাকা মূল্যের মাছ ধরার নিষিদ্ধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস।
র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ০৩/০৫/২০২৩ইং তারিখ বরগুনা জেলার সদর থানার বালিয়াতলী ইউনিয়নের পায়রা নদীর তীরবর্তী এলাকায় পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব তুহিন রেজা এবং জনাব ফয়সাল আন নূর, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বরগুনা জেলা এবং জনাব বিশ্বজিৎ কুমার দেব, জেলা মৎস অফিসার, বরগুনা জেলার নেতৃতে ১১:৩০ ঘটিকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাছ ধরার ৪৭ টি বেহুন্দি জাল যার বাজার মূল্য ২৩,৫০,০০০/-(তেইশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, ০২(দুই) টি চিংড়ি জাল যার বাজার মূল্য ১,০০০০০/-(এক লক্ষ) টাকা এবং ০৩(তিন) টি বুড়াল জাল যার বাজার মূল্য ১,৫০,০০০/-(্এক লক্ষ পঞ্চাশ হাজার) সহ সর্বমোট (৫২*৫০০=২৬০০০ মিটার) যার আনুমানিক মূল্য প্রায় ছাব্বিশ লক্ষ টাকা মূল্যের জাল জব্দ করা হয়। । জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
জব্দকৃত সর্বমোট ২৬,০০,০০০/-(ছাব্বিশ লক্ষ) টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
স্বাক্ষরিত
সিনিয়র এএসপি তুহিন রেজা
কোম্পানি কমান্ডার
র্যাব ৮- পটুয়াখালী