বিশেষ প্রতিনিধি কুলাউড়া
র্যাব-৯, (সিপিসি-২) শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার সংবাদ প্রাপ্ত হলে ২৯/০১/২০২২ ইং তারিখ রাত ১৯.২০ ঘটিকার সময় শ্রীমঙ্গল ক্যাম্পের আভিযানিক দলটি মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন ০৭ নং সদর ইউপিস্থ ০৩ নং ওয়ার্ডের কুলাউড়া হতে জুড়ী গামী রোডস্থ টংঘর ফাস্ট ফুড এন্ড বিরিয়ানী হাউজ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে বাবু মুন্ডা (৩০), পিতা- মৃত মাংরে মুন্ডা, সাং- এলভিনটিলা, ফুলতলা বাজার, থানা- জুড়ী, জেলা- মৌলভীবাজার’কে আটক করে। উপস্থিত লোকজনের সামনে বাবু মুন্ডা (৩০) এর দেহ তল্লাশিকালে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে ০৫টি নীল রংয়ের পলিপ্যাকে রক্ষিত মোট ১০০৬ পিচ লাল রংয়ের ইয়াবা ট্যাবলেট জব্দ পূর্বক গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বাবু মুন্ডা (৩০) দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। জব্দকৃত লাল রংয়ের ইয়াবা ট্যাবলেটের মোট ওজন ১০০.৬ গ্রাম এবং মূল্য আনুমানিক ৪,০২,৪০০/- টাকা।
মামলার পরবর্তী কার্যক্রমের স্বার্থে উদ্ধারকৃত আলামত, গ্রেফতারকৃত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারা মূলে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।